করোনা চিকিৎসায় চট্টগ্রামের দুটি হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দিতে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান টি. কে. গ্রুপ। সম্প্রতি তারা হাসপাতাল দুটিতে চিকিৎসকদের জন্য ৭০০টি ব্যক্তিগত সুরক্ষা পোশাকও (পিপিই) প্রদান করে।

হাসপাতাল দুটি হলো, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও হলিক্রিসেন্ট করোনা বিশেষায়িত হাসপাতাল।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টি. কে. গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালামের উদ্যোগে এসব সরঞ্জাম দেওয়া হচ্ছে। ভেন্টিলেটর প্রদানের জন্য আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে— যা আগামী জুনের মাঝামাঝিতে হস্তান্তর সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টি. কে. গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার মো. আশরাফুল হোসেন ওই পিপিইগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এসব পিপিই আমদানিকৃত উন্নত মানের বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়। পাশাপাশি তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগোষ্ঠিকে সহায়তাসহ নানাবিধ কার্যক্রম চালাচ্ছে।