পুষ্টি ব্রান্ডের পণ্য আনুষ্ঠানিক ভাবে ফরিদপুরের বাজারে আনলো টিকে গ্রুপ। শুক্রবার ফরিদপুর শহরের পৌর অডিটেরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুষ্টি সয়াবিন তৈল, আটা, ময়দা, সুজি, চা, মুশুড়ির ডাল, রাইস ব্রান ওয়েল, ফ্যামিলি ব্রান্ডের পাম ওলিনসহ বিভিন্ন পন্যে‘ সর্বসাধারনের সামনে উন্মক্ত করে টিকে গ্রুপের স্থানীয় পরিবেশক দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনাল । বাদ জুম্মা শরের বায়তুল মোকাদ্দম মসজিদে মিলাদ ও দোয়া শেষে দ্যুতি প্রীতি ইন্টারন্যাশনালের ফদিরপুর কার্যালয় উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান পিংকুর মাতা সৈয়দা হোসনে হেনা বানু। বিকেলে দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনাল এর সার্বিক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন টিকে গ্রুপের পরিচালক (বিপনন) মোফাচ্ছেল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মাহাবুবুল হাসান পিংকু, টিকে গ্রুপের উপ-মহা ব্যবস্থাপক সফিকুল ইসলাম, হেড অফ ব্রান্ড পুষ্টি ইব্রাহীম খলিল, দ্যুতি প্রীতির পরিচালক হাফিজুর রহমান খান লাবুসহ জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়িক প্রতিনিধি। অনুষ্ঠানে পুষ্টির পণ্য পরিচয় করিয়ে বক্তারা বলেন, টিকে গ্রুপের পন্য দেশের মানুষের স্বাস্থ্য ঝুকি ঠিক রাখতে, অত্যান্ত নিবিড় পর্যক্ষেনের মাধ্যমে মান সম্মতভাবে তৈরী করা হয়েছে। ফলে এসব পণ্য ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। পণ্যগুলি ফরিদপুর জেলাও আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজ, লটারীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বরণ্য শিল্পীরা গান পরিবেশন করে।