আসন্ন পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যর দাম সহনীয় পর্যায়ে রাখার নিমিত্ত টিকে গ্রুপ কর্তৃক আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১.০০ টায় কারওয়ান বাজারস্থ পেট্রো বাংলার সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মাঝে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিক্রয কার্যক্রম শুভ উদ্বোধন করেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর গ্রুপ-১ জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক ও বিজনেস ডিরেক্টর গ্রুপ-২ জনাব শফিউল আথহার তসলিম।
শুরুতেই টিকে গ্রুপের প্রতিনিধিদেরা বলেন, টিকে গ্রুপের পক্ষ থেকে প্রতি বছর রমজানের পূর্বে তেল, আটা, ময়দা, সুজি, ডাল, দুধসহ বেশকিছু পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয করা হয়। তিনি আরও বলেন, সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রয কার্যক্রম রমজান মাস ব্যাপী সারাদেশে চলমান থাকবে। বর্তমান দেশের ৯ টি পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়েছে ও পর্যায়ক্রমে দেশের ৪১ টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত করা হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুষ্টি কনজিউমার ডিভিশনের হেড অব বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী, হেড অব সেলস মোহাম্মদ শফিকুল ইসলাম, হেড অব ব্র্যান্ড ইব্রাহিম খলিল নয়নসহ টিকে গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
Leave A Comment