পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতায়’ অংশ নিতে অভিভাবকদের নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয় বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। নিজেদের এলাকায় বিতর্কে জয়ের পর এখানে তারা লড়াই করে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে।
চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, শিক্ষার্থীরা যেভাবে বিতর্ক করেছে, তা তাঁরা নিজেদের সময়েও এভাবে পারেননি। তিনি শিক্ষার্থীদের যুক্তিতর্কে অভিভূত। তিনি আরও বলেন, মেধার বিকাশের সঙ্গে সঙ্গে মানবিকতারও বিকাশ জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীরশ্রেষ্ঠ ও দেশে গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া নূর হোসেনদের মতো মানুষদের কথা ভোলা যাবে না। শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করায় অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ প্রতিযোগিতায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে কুইজ অনুষ্ঠিত হয়। এতে ১০ জন করে সেরা ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন টি কে গ্রুপের মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মাদ মোফাচ্ছেল হক। তিনি বলেন, ব্যবসার পাশাপাশি তাঁরা শিক্ষা, চিকিৎসা ও মনন বিকাশে কাজ করছেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন দেশের বাইরেও হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বলেন, সবাই বিজয়ী। বিজয়ী মনোভাব নিয়ে পথ চলতে হবে।
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষকদের কথা মনে রাখতে হবে, তাঁদের সম্মান করতে হবে।