বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে স্পন্সর প্রতিষ্ঠান ‘টিকে গ্রুপ’ এর ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’ এর সাথে আগামী ২ বছরের জন্য এক চুক্তি স্বাক্ষর অদ্য ১৩-০৩-২০২২ তারিখ দুপুর ২.০০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আগামী দুই বছর প্রয়োজনীয় পুষ্টি ড্রিংকিং ওয়াটার সরবরাহ করবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী-এমপি, বাফুফে সদস্য জনাব জাকির হোসেন চৌধুরী, জনাব ইমতিয়াজ হামিদ সবুজ, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ ও ফিফা কনসালটেন্ট জনাব মোঃ রফিকুল ইসলাম, এফসিএ।

ড্রিংকিং স্পন্সর প্রতিষ্ঠান টিকে গ্রুপ এর পক্ষে উপস্থিত ছিলেন ডাইরেক্টর-মার্কেটিং জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক, জেনারেল ম্যানেজার-পুষ্টি কনজিউমার ডিভিশন জনাব আলম চৌধুরী, হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন্স জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

The signing of an agreement for the next two years with the ‘Pusti Drinking Water’ of TK Group, a sponsor organization with the Bangladesh Football Federation, was held today, 13-03-2022 at 2.00 pm in the conference room on the 3rd floor of the BFF building in Motijheel. The organization will provide ‘Pusti Drinking Water’ to the Bangladesh Football Federation for the next two years. BFF Senior Vice President Mr. Abdus Salam Murshedy-MP, BFF Member Mr. Zakir Hossain Chowdhury, Mr. Imtiaz Hamid Sabuj, BFF General Secretary Mr. Md. Abu Nayeem Shohag and FIFA Consultant Mr. Md. Rafiqul Islam, FCA were present at the signing ceremony.