গত ১৩ই নভেম্বর ২০২১ ইং শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর কারখানা প্রাঙ্গনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হল পুষ্টি ফ্লাওয়ার মিল এর নতুন প্রোডাকশন প্ল্যান্ট (ইউনিট-৩)। প্রতিদিন ৬০০ মেঃ টন-এর বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই ফ্লাওয়ার প্রোডাকশন ইউনিট পুষ্টি ব্র্যান্ডের আটা, ময়দা ও সুজি উৎপাদনে উচ্চতর লক্ষ্যমাত্রা অর্জন করবে। পুষ্টি বাল্ক ডিভিশনের ২০০ এর অধিক পরিবেশকদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই নতুন ইউনিট উদ্বোধন করেন টি.কে. গ্রুপের সম্মানিত পরিচালক (মার্কেটিং) জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (ফিন্যান্স ও অপারেশন্স) জনাব শফিউল আতহার তসলিম, পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) জনাব খোরশেদ আলম, চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার জনাব আলমাস রাইসুল গণি, জেনারেল ম্যানেজার (প্ল্যান্ট) জনাব তৌহিদুল ইসলাম চৌধুরী সহ কারখানা ও হেড অফিসের সকল ইউনিট এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক সকল ডিলারদের সাথে মত বিনিময় করেন এবং ভবিষ্যতে আরো নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহের আশ্বাস দেন।
শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড-এ যুক্ত হল পুষ্টি ফ্লাওয়ার মিল এর তৃতীয় ইউনিট
By Pusti|2021-11-23T16:13:04+06:00November 14th, 2021|Events., Press Advertisement. (WOP)|Comments Off on শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড-এ যুক্ত হল পুষ্টি ফ্লাওয়ার মিল এর তৃতীয় ইউনিট